কর্মীদের পাশে থাকা নেতাদের ভবিষ্যতে মূল্যায়ন করা হবে==ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশীমপুর আর এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

সিটিভি নিউজ।।     ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান == :
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, অতীতের মতো যাকে খুশী তাকেই পদ পদবী দেওয়া যাবে না। যেসব নেতারা সুখে দু:খে সব সময় কর্মীদের পাশে থাকবেন, তাদেরকে মূল্যায়ন করা হবে। তৃণমূলের নেতা-কর্মীদের কথা বিবেচনা করে ভবিষ্যতে আওয়ামী লীগের সংগঠনগুলো ঢেলে সাজানো হবে। যাতে করে সংগঠন গুলোতে কোন প্রকার বিচ্ছৃঙ্খলা সৃষ্টি না হয়। মাঠকর্মীদের সাথে নিয়েই ভবিষ্যতে আওয়ামীলীগ পরিচালিত হবে। তবে আকুবপুর ইউনিয়ন পূর্বে থেকেই সাংগঠনিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করছে।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশীমপুর আর এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
আকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বাবুল আহম্মেদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুক্তরাষ্ট্র (জর্জিয়া) আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর কাউছার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল বিল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রজ্জব হোসেন রাজু।
অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিশতী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, বাঙ্গরা বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মনির খান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, বণ কুমার শিব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর প্রমুখ।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও উন্নয়নে বিশ^াসী। আমরাও সেই নেত্রীর আদর্শকে ধারণ করে মুরাদনগরকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। যাতে আমাদের উপজেলাকে সকল উপজেলা অনুসরণ করে। আমি সে ভাবেই মুরাদনগর উপজেলাকে সাজাব ইনশাল্লাহ, পাঁচ বছর পর তার চিত্র দেখতে পাবেন।
কর্মী সমাবেশ শেষে বিশাল আকৃতির কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়।   সংবাদ প্রকাশঃ  ২৯-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ