করোনা মোকাবেলায় ও মানুষের কল্যাণে কাজ করবে রোটারী ক্লাব-ডাঃ বেলাল উদ্দিন আহমেদ

সিটিভি নিউজ।।  ওমর ফারুকী তাপস নিজস্ব সংবাদদাতা জানান ==  রোটারী আন্তজার্তিক   জেলা 3282 বাংলাদেশ এর  2020-2021 এর   গভর্ণরের দ্বায়িত্বভার গ্রহণ করছেন    ডাঃ বেলাল উদ্দিন আহমেদ।  এই উপলক্ষে  গত ৩০জুন বিকেলে  কুমিল্লা রোটারী ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন নবাগত রোটারী গভর্ণর ডা ঃ বেলাল উদ্দিন আহমেদ। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সারা বিশ্বে করোনাকালীণ সময়ে তিনি আর্ন্তজাতিক  সেবা সংগঠন রোটারী ক্লাবের দ্বায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।  তিনি আগামী এক বছরের জন্যে করোনা মোকাবেলায় বেশ কিছু অতিগুরুত্বপূর্ণ কার্যক্রম  হাতে নিয়েছেন। অনুন্নত কমসুবিধাভোগী মানুষের  কল্যাণে নানান কর্মসূচীর  পাশাপাশি  করোনা মোকাবেলায়  ও চিকিৎসায়  বিভিন্ন  ব্যয়বহুল কর্মসূচী  গ্রহণ করেছেন।

১ জুলাই রোটারী বর্ষ বরণ উপলক্ষে মঙ্গলবার বিকালে বাগিচাগাঁও আজিজ-উল হক রোটারী সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রোটারী জেলা ৩২৮২ এর গভর্ণর ২০২০-২১ ড. বেলাল উদ্দিন আহমেদ।    সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইপিডিজি দিলনাশিঁ মোহসেন, জোনাল কো-অর্ডিনেটর (পদ্মা জোন) রোটা: পিপি গাজী সাদেকুর রহমান, এডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটা: পিপি আব্দুর রহমান, এডিশনাল ডিষ্ট্রিক্ট ট্রেইনার রোটা: পিপি সফিকুল ইসলাম শামীম। এসময় আরও উপস্থিত ছিলেন রোটা: সিপি আলহাজ্ব ফারুক আহমেদ, পিপি ডা: তৃপ্তীশ চন্দ্র ঘোষ, পিপি জাকির হোসেন, পিপি এড. আক্তার হোসেন, পিপি শাহজাহান সাজু, এডভোকেট আখতার হোসেন, রোটারী ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট ২০২০-২১ রোটা: মো: সাখাওয়াত হোসেন ও সেক্রেটারী ২০২০-২১ রোটা: ডা: মো: সাইয়েদুজ্জামান আখন্দসহ গোমতী ও পদ্মা জোনের কর্মকর্তা ও সকল ক্লাবের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ। সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব কুমিল্লা’র সভাপতি রোটা: মো: সিরাজুল হক। অনুষ্ঠান সঞ্চালন করেন জোনাল কো-অর্ডিনেটর (গোমতী জোন) রোটা: পিপি মো: কবির হোসেন ভুইয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রোটা: পিপি মো: ইমামুজ্জামান চৌধুরী ।

 মঙ্গলবার বিকালে বাগিচাগাঁও আজিজ-উল হক রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব কুমিল্লার বিদায়ী সভাপতি রোটা: মো: সিরাজুল হক নবাগত সভাপতি রোটা: মো: সাখাওয়াত হোসেনকে রোটারী কলার পড়িয়ে ২০২০-২১ রোটা বর্ষের ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমেদ ও পিডিজি দিলনাশিঁ মোহসেন।

সংবাদ প্রকাশঃ  ৩০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ