কচুয়ার  আল্লাহ’র ৯৯ নামের স্তম্ভ উদ্ভোধন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে ৪০ফুট উচ্চতা সম্পন্ন অত্যাধুনিক ‘আল্লাহ’র ৯৯ নামের স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির স্তম্ভের উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন, হাজী মো. জাকির হোসেন মিয়াজী, মো.আমান উল্যাহ, আবু বকর মজুমদার, মো. সুমন, মো. ওয়াদুদ মজুমদার, এডভোকেট আইয়ুব আলী, মো. আবদুল হান্নান মিয়াজী, মোস্তফা ফখরুদ্দীন আহমেদ ও মো. বোরহান উদ্দিন মজুমদার প্রমুখ।
জানা গেছে, ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিয়াজী ‘আল্লাহ’র ৯৯ নামের স্তম্ভ’ নির্মাণের জন্য প্রথমে উদ্যোগ নেন। এরপর তার বড় ছেলে আব্দুল হান্নান মিয়াজী ও স্থানীয়দের অর্থয়ানে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে স্তম্ভটি নির্মাণ করেন।
বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী বলেন, আমার ছোট ভাই মোস্তফা কামাল আল্লাহ’র ৯৯ নামের এই স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন। দেশে এই ধরণের স্তম্ভ আরো কয়েকটি আছে। সেগুলো দেখেই সে অনুপ্রেরনা পায়। আলহামদুলিল্লাহ নির্মাণ কাজ শেষে উদ্বোধন হয়েছে। এখন মানুষ এটি দেখবে, আল্লাহর নাম স্মরণ করবে, এটাই আমাদের বড় পাওনা।

কচুয়া: কচুয়ার ডুমুরিয়া গ্রামে আল্লাহ’র ৯৯ নামের স্তম্ভ।

সংবাদ প্রকাশঃ  ১৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email