কক্সবাজার টেকনাফ পুলিশের বিশেষ অভিযানে ২ জন অপহরণকারী আটক ও ১০ জন অপহৃত ভিকটিম উদ্ধার 

সিটিভি নিউজ।।    ফরহাদ রহমান কক্সবাজার   সংবাদদাতা জানান ======
টেকনাফ  উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র- ১০ অপহৃত ভিকটিম উদ্ধার করেছে পুলিশ। এসময় মোঃ সুলতান প্রকাশ নবীন ও মোঃ ছলিম নামে দুইজন কে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ০২.১৫ ঘটিকায় তাঁরই নেতৃত্বে টেকনাফ মডেল থানার  সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে
বিরতিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করেন অপহৃত ১০ জন ভিকটিম কে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ২২নং উনচিপ্রাং ক্যাম্পের দক্ষিণ পাশের পাহাড় হইতে উদ্ধার করা হয়।
অপহরণের সাথে জড়িত এজাহার নামীয় ০২ জন আসামী মোঃ নবী সুলতান প্রকাশ নবীন (৩৫), পিতা- মৃত রুহুল আমিন, মাতা-মৃত বেলু আরা বেগম, সাং-রইক্ষ্যং, দক্ষিণ পাড়া, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ ছলিম (২৬), পিতা-মৃত হোছন, মাতা-ছফুদা বেগম, সাং-উত্তর শিলখালী, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার গ্রেফতার করা হয় এবং
অপহৃত ভিকটিম-মোঃ আকতার হোসেন (২২), পিতা- নুরুল আমিন, সাং-কাঞ্জরপাড়া, করাচি পাড়া, ৫নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, মোঃ কামাল হোসেন (১২), মোঃ আমির হোসেন (১৫), উভয় পিতা- নুর মোহাম্ম, মোঃ সৈয় হোছন (৩০), পিতা-আলী আকবর, মোঃ ফজল কারে (৪৫), পিতা-মৃত কালা মিয়া, সর্ব সাং-রইক্ষ্যং, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, ৬। মোঃ নূর (১৩), মোঃ জুনায়েদ (১০), উভয় পিতা-মোঃ বেলাল,মোঃ
সাকিল আহমেদ (১২), পিতা-মোঃ লেদু মিয়া, ফরিদ হোসেন (৩০), পিতা-মোঃ শহর আলী,মোঃ ইসমাইল (২৭), পিতা-মোঃ নাজির হোসেন, সর্ব সাং-কাঞ্জরপাড়া, করাচি পাড়া, ৫নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, কক্সবাজারদের উদ্ধার করা হয় এবং অপহরণকারীদের আঘাতের ফলে ভিকটিমরা অসুস্থ্য হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গ্রেফতারকৃত অপহরণকারী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ রইক্ষ্যং পাড়া এলাকার মৃত রুহুল আমিন ছেলে
সুলতান প্রকাশ নবীন (৩৫)।
এর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি), ০৩টি বড় দা (গদুর দা), ০৪টি মাথা বাকানো দা, ০১টি লম্বা দাসহ গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। আদালতে সোপর্দ করা হইবে।সংবাদ প্রকাশঃ ২৯০৩২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ