ঐতিহ্যবাহী নেউরা গরু ও ছাগলের হাট উপলক্ষে দোয়া ও মিলাদ

সিটিভি নিউজ।।    মামুন সরকার ।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার ঐতিহ্যবাহী নেউরা গরু ও ছাগলের হাট উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেন হাট ইজারাদার শহিদুল্লাহ রতন তিনি দীর্ঘদিন সততার সাথে  এই বাজারটি পরিচালনা করে আসছেন। শহিদুল্লাহ রতনের পক্ষ থেকে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও নেউরা হাটে আসার আমন্ত্রণ জানান।
 আজ ৪তারিখ হতে ঈদের দিন সকাল পর্যন্ত একটানা বাজার চলবে। এই বাজারটি সম্পুর্ন কাদা মুক্ত, দালাল মুক্ত, রয়েছে সার্বিক নিরাপত্তা এবং  সহনশীল হাসিল। এই বাজার থেকে আপনি আপনার কোরবানির পছন্দের গরু ও ছাগল ক্রয় করতে পারেন। এই বাজারে আপনারা বড়, ছোট, মাঝারি ধরনের গরু কিনতে পারবেন। নেউরা হাটে আসার জন‍্য যাতায়াত ব‍্যাবস্থা ও ভালো তাই দেরি না করে আজই চলে আসুন ঐতিহ্যবাহী নেউরা গরু ও ছাগলের হাটে। বেপারী ভাইদের জন‍্য রয়েছে থাকা  খাওয়ার সু ব‍্যাবস্থা।  হাটের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্য বিধি মেনে মাক্স পরিধান করে আসার জন‍্য বলেন। এই হাটে রয়েছে সু বিশাল গাড়ি পার্কিংয়ের ব‍্যবস্থা।সংবাদ প্রকাশঃ  ০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ