ঐতিহাসিক মুজিবনগর দিবস: কুমিল্লা জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     আজ ২০ এপ্রিল ২০২২ চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরদক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহজালাল, কুমিল্লা সিটিকর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৭ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: আবুল হাসান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: হারুনুর রশিদ ও প্রধান শিক্ষক মো: আবুল কালাম মজুমদার প্রমূখ।

বক্তারা এ সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও তৎকালীন প্রেক্ষাপট, বর্তমান উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর সরকারের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ