এতিম ১শ মেয়েকে ঈদের নতুন জামা উপহার দিলো মেগা ফ্যাশন হাউস ও কাকলী ফাউন্ডেশন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।      কুমিল্লায় সংরাইশ সরকারি শিশু পরিবার (বালিকা) এর ১ শ জন সদস্য ঈদের নতুন পোশাক কেনাকাটার আনন্দ দানের ব্যতিক্রমি আয়োজন করেছে কুমিল্লার সনামধন্য মেগা ফ্যাশন হাউস এন্ড স্টুডিও ও মানবিক সংগঠন কাকলী ফাউন্ডেশন। সোমবার ও  মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় নগরীর ফ্যাশন হাউস এন্ড স্টুডিও শিশু পরিবারের সসদ্যরা তাদের পছন্দের পোশাক ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন কাকলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী, এন্ড স্টুডিওর সত্তাধিকারী আবদুল বারিক খান রানা, ডিজাইনার মশিউর মাসুদ, ব্যাংকার মনজুর বিন আলম রানা, কাকলী ফাউন্ডেশন ভলান্টিয়ার ইউনিটের সভাপতি কাজী মো ফয়সল ও সাধারন সম্পাদক আসিফ সানি, নাসির উদ্দিনসহ আরো অনেকে।
শিশু পরিবারের কোমলমতি শিশুরা নিজেদের পছন্দমত পোশাক পেয়ে বেশ আনন্দে আপ্লুত। উল্লেখ্য যে,উক্ত শপিং এ ৪ লাখ ২২ হাজার টাকা খরচ হয়।সংবাদ প্রকাশঃ  ০৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email