ঋণের বোঝা বইতে না পেরে ব্রাহ্মণপাড়ায় বৃদ্ধ র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন   ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)   প্রতিনিধি।। ======রোববার মধ্যরাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঋণের বোঝা বইতে না পেরে ও শারীরিক অসুস্থতায় ভেঙ্গে পড়ায়  অহিদ মিয়া(৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর ভাল্লাক এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ বাড়ির পাশে চায়ের দোকানদারি করতেন। তিনি বেশির ভাগ সময়ে দোকানে রাতে থাকতেন। প্রতিদিনের মতোই শনিবার রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে যান। অহিদের স্ত্রী বা ছেলে কেউ না কেউ প্রতিদিন ভোরে তাকে ডেকে ঘুম থেকে উঠান। তবে  রবিবার ভোরে অহিদের ছেলে ডাকতে গিয়ে দেখেন ভিতর থেকে কেউ কোনো সাড়াশব্দ দিচ্ছে না। পরে চিৎকার করলে চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারাও কিছুক্ষণ ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখতে পান অহিদ মিয়া দোকানের বাঁশের তীরের সঙ্গে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শশীদল (ইউপি) চেয়ারম্যান  মোহাম্মদ সুমন জানান,  রবিবার সকালে স্থানীয় লোকের মাধ্যমে আমি খবর পাইছি। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা প্রাথমিকভাবে জানতে পারি। বিভিন্ন নামে পর্যায়ক্রমে বেসরকারি সংস্থা (এনজিও) কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে ঋণ নেন। এভাবে তিনি কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। মধ্যরাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন।  থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, রবিবার সকালে স্থানীয় লোকজন এর মাধ্যমে আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলতে পারছি না। তবে মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে ধারণা করছি  বিভিন্ন নামে পর্যায়ক্রমে বেসরকারি সংস্থা (এনজিও) কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে ঋণ নেন। এভাবে তিনি কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সে শারীরিক অসুস্থতার কারণে মানসিক ভাবে ভেঙ্গে পরে। এর কারণে সে আত্মহত্যা করতে পারে আমরা ধারণা করছি। অহিদের স্ত্রী লুৎফা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।সংবাদ প্রকাশঃ  ১১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ