ঈদের জন্য বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে নির্মাণ করলো বারোটি রম্য কৌতুক নাটিকা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। বিনোদন সংবাদ ঃ      আসন্ন ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারের জন্য সম্প্রতি চিত্রধারন করা হয় তিন পর্বের বিনোদনমুখী কৌতুকও রম্য নাটিকা। নগরীর বিভিন্ন মনোরম লোকেশান ও স্টুডিওতে ধারন করা রম্য ধাচের নাটিকাগুলো বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ধারাবাহিক ভাবে প্রচার করা হবে। বরেণ্য নির্মাতা নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর প্রযোজনায় অর্ধ ঘন্টা স্থিতির তিন পর্বের রম্য কৌতুক ও রম্য নাটিকায় প্রায় বারোটি ছোট ছোট নাটিকা থাকবে। কালা ভুনা, ভিক্ষুক সমাচার ২, গোড়ায় গলদ, ডিজিটাল সেলফি, কোরবানি হাট প্রতিবেদন, গরু ভুনা, ডিজিটাল গরুর হাট, বলদ, কোরবান সমাচার,গরু চোর, কোরবানীর গরু, ভাগিনার কান্ডসহ। এই বারোটি রম্য নাটিকা সমুহে অভিনয় করেছেন অলক ঘোষ, আশরাফুল করিম সৌরভ, মোশারফ ভূঁইয়া পলাশ, প্রান্ত শর্মা, শিপ্রা ভট্টাচার্য,নাসরিন হীরা, মান্নান হিমেল,এস বি খান, পারভেজ চৌধুরী, ঐশী,জানে আলম, মৌপিয়া মিত্র, বশির মিয়া, হাসানুল, নাসির উদ্দিন, মোঃফোরকান, নাজমুল কবির খান, আবু তাহের সাইমন, দিদারুল আলম, শাহীন চৌধুরী, জনি আচার্য, কেশব রায়, মেহেরুন রাবিব, মুজাম্মেল হক, শাহেদুল আলম,শামসাদ বেগম লিসা, সুচরিত দাশ খোকন, নুর মোহাম্মদ বাবু,ফারজানা ইয়াসমিন স্মৃতি, সিনথিয়া আক্তার, বরুন সেন, মোঃ রেজাউল, দোলা, শাহিন আক্তার, মো: কপিল উদ্দিন, হারুনুর রশিদ, মুজিবুর রহমান, কামরুল ইসলাম সহ প্রায় ষাট জন অভিনেতা অভিনেত্রী। কমেডি ধরনের রম্য ধাচের কৌতুক ও নাটিকা সমুহ রচনা করেছেন অলক ঘোষ, সুচরিত চৌধুরী, মাজহারুল হক চৌধুরী, কবির হোসেন, সুশোভন চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, কপিল উদ্দিন, শাহ তামরাজ, শাহীন চৌধুরী, আশিকুর রহমান, আফতাব উদ্দিন, মোঃ রেজাউল, আহমেদ আফতাব কামাল,টুটুল গাংগলী,সুদাম দাশ প্রমুখ। উল্লেখ্য গত ঈদুল আজহা এবং চলতি বছর ঈদুল ফিতরে রম্য কৌতুক নাটিকা বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হওয়ার পর ব্যাপক সমাদৃত হয়। অনুষ্ঠানটিj বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিনোদনের নতুন মাত্রা যোগ করে। হাস্যরসে ভরপুর রম্য নাটিকা গুলো আসন্ন কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারিত হবে।  সংবাদ প্রকাশঃ  ০১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email