“ইউপি নির্বাচন ব্রাহ্মণপাড়া” “চান্দলার মাদক ব্যবসায়ী জাকির আবারও মেম্বার প্রার্থী”

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন    ব্রাক্ষণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি  জানান ====
থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আবারও মেম্বার প্রার্থী হয়ে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ নান্নু খানের ছেলে
মোঃ জাকির হোসেন খান ব্রাহ্মণপাড়া থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি
নির্বাচনে চান্দলা ৫ নং ওয়ার্ডে ভ্যানগাড়ি মার্কায় মেম্বার পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন
তিনি। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জাকির হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত আছে।
২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি অপর এক মাদক ব্যবসায়ীর সাথে মাদকসহ গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন
কারাগার বরণ ক েরন। ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং ৪৩/৭২, তারিখ ২৫  েফব্রুয়ারি ২০১৯, এ মাদক
মামলায় সে এজাহারভুক্ত আসামি। এছাড়া ২০১১ সালের ২০ ডিসেম্বরের অপর একটি মাদকের মামলারও সে
এজাহারভুক্ত আসামি।  েস ২০০৭ সা  েলর ২১ ন  েভম্ব  েরর আ  েরকটি মামলার এজাহারভুক্ত আসামি। নাম
প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, জাকির হোসেন খান এলাকার
একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি ও জোরপূর্বক তাকে
ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দমকি দিচ্ছে বলে একাধিক সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগ
করেন। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসাসহ বিভিন্ন খারাপ কাজে জড়িত, রাত হলেই তার ঘরে মাদক ও জুয়ার
আসর বসে বলে বিশ্বস্থ সুত্রে জানা যায় এবং এটাও জানা যায় আসন্ন ইউপি নির্বাচনে সে প্রভাব
খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে নির্বাচিত হবার পাঁয়তারা করছে। এলাকার সাধারন জনগন এ

ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।সংবাদ প্রকাশঃ  ১১-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ