আড়াইহাজারে সাজাপ্রাপ্ত জাকির গ্রেফতার

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী  জাকির হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। শুক্রবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেনের বড় ভাই। তার পিতার নাম মৃত শাহজাহান বেপারী।
পুলিশ জানায়, ২০১৯ সালের স্ক্যান সিমেন্ট কোম্পানীর দায়েরকৃত একটি চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ আদালত তাকে ৬ মাসের সাজার আদেশ দেন। তখন থেকে তিনি গ্রেফতার এড়িয়ে পলাতক ছিলেন। শুক্রবার রাতে ওই মামলার গ্রেফতারী পরওয়ানা বলে থানার এস আই নূর এ আলম গোপনে তার অবস্থান সম্পর্কে নিশ্চিৎ হয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, দীর্ঘ দিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে। তাকে শনিবার (৮ অক্টোবর) সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৮-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ