আড়াইহাজারে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় জামায়াতের আমিরসহ আটক-৪

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অহসহযোগ আন্দোলন সফল করতে আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে জামায়াতের আমিরসহ ৪ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার সদর পৌরসভার কামরানির চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি।
আটককৃতরা হলেন, কল্যান্দী গ্রামের মৃত আব্দুল গনি ভ‚ঁইয়ার ছেলে ও উপজেলা জামায়াতের সভাপতি (আমির) মোতাহার হোসেন ভ‚ঁইয়া (৪২), শিবপুর গ্রামের মাওলানা আলাউদ্দিনের ছেলে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাদীউল ইসলাম (৪২) দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে রাসেল মাহমুদ (৩৪) ও নরসিংদী জেলার মাধবদী থানার নোয়াকান্দি গ্রামের নুরুল আমিন (৩২)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, নির্বাচন বর্জনের লক্ষে বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। তখন অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রকাশঃ ০৪০১২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ