আড়াইহাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২০০ রোগী

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর গ্রামে শুক্রবার (২৭ মে) দিনব্যাপী ২০০ হত দরিদ্র্র চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
আলোর পথযাত্রী পাঠাগার, বাঁচবো বাঁচাবো সমাজসেবা সংগঠন ও মাওলানা মফিজউদ্দিন এন্ড সহিদুর রহমান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান আলোর পথযাথী চিকিৎসালয়ের পরীক্ষামূলক বিনামুল্যে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সেবা প্রদান করা হয়।
আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাতের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা ইসমাইল চেšধুরী, ডা. পিযুষ কান্তি দাস, উপদেষ্টা মাসুম বিল্লাহ, ডা. আবু হাসনাত ভূইয়া, স্থানীয় সমাজকর্মী নুরে আলম ভূইয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া, পন্ডিত মিয়া প্রমুখ।
ইসমাইল চৌধুরী বলেন, ‘মানবতার সেবায় নিবেদিত’ এ স্লোগানকে ধারন করে আজ (শুক্রবার) চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দানের মাধ্যমে আলোর পথযাত্রী চিকিৎসালয়ের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগন গরীবদের বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবেন। এছাড়াও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে খুব দ্রুততম সময়ের মধ্যে পুর্ণাঙ্গভাবে এই হাসপাতালটি চালু করা হবে তিনি জানান।

সংবাদ প্রকাশঃ  ২৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ