আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন যুবক নিহত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী আমবাগ এলাকায় রাস্তার পাশে জমি থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল (৩৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম ও নবী হোসেন।
তবে নিহতদের স্বজনরা জানিয়েছেন, তারা কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল না। তবে কে বা কারা তাদের নৃসংসভাবে হত্যা করেছে তা বলতে পারেনি। তাদের মধ্যে মফিজুল ও জহিরুল লেগুনা গাড়ির চালক ছিলেন বলে স্বজনরা জানান।
অপরজনের সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। প্রতিটি মরদেহের মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, কে বা কারা রাতের আঁধাতে তাদের হত্যা করেছে তা এখনোই বলা যাচ্ছে না। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাদের মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তদন্ত চলছে দ্রুত সময়ের মধ্যে কারণ নির্ণয় করা সম্ভব হবে।

সংবাদ প্রকাশঃ  ১৪-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email