আমাদের নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে=বিচারপতি এস.এম মজিবুর রহমান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   ওমর কাইয়ুম পলাশ :২৩ জানুয়ারি ঢাকায় নিউ এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফে’তে সমতটের কাগজ-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এস.এম মজিবুর রহমান, সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাসানুজ্জামান কল্লোল। সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব-চলচ্চিত্রকার হাবিবুল ইসলাম হাবিব, বরীন্দ্র গবেষক-বহুমাত্রিক লেখক ড. জমির হোসেন, এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক-ভ্রমণ কন্যা-চলচ্চিত্রকার এলিজা বিনতে এলাহী, একুশে টিভি ও বেতারের সিনিয়র সংবাদ পাঠক রীতা চৌধুরী, চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক, নন্দিত অভিনেত্রী, মডেল, লেখক মাহমুদা মাহা, সাবেক জাতীয় ফুটবলার রেহানা পারভীন, এটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ সবুর খান জুয়েল, উষসী পরিষদ ঢাকার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনিমেষ চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন-কবি মোহাম্মদ শাহজাহান, কবি গৌরী সর্ব্ববিদ্যা, কবি ও আবৃত্তিশিল্পী নাদিরা খানম, কবি রেবেকা রহমান, উষসী পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, রোটারিয়ান আনোয়ার হোসাইন, কবি জাহাঙ্গীর হোসাইন, সমতটের কাগজের সহকারি সম্পাদক মাওলানা কাজী আবুল খায়ের, কবি -লেখক এমদাদুল হক ইয়াছিন, কবি সুবর্না রহমান। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক, নন্দিত অভিনেত্রী, মডেল, লেখক মাহমুদা মাহা, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনিমেষ চক্রবর্তী (সংগীত, গবেষণা, শিক্ষক), একুশে টিভির সংবাদ পাঠক রীতা চৌধুরী (সংবাদ উপস্থাপনা), সানাম (সুমি আক্তার) সংগীতে, হাবিবুল ইসলাম হাবিব (সৃজনশীল চলচ্চিত্রকার), রেহানা রহমান (খেলাধুলায় অবদানে), রেবেকা রহমান (কবিতায়), রূপশ্রী চক্রবর্তী (আবৃত্তি), সুপ্তি জামান (কবিতায়), নাদিরা খানম (সম্পাদনায়), সুমন হোসেন জিনো (ইয়ুথ এ্যাওয়ার্ড), কামাল হোসেন (করোনাকালিন সময়ে মানবতায়), নাসিমা আক্তার (সমাজসেবায়), কাঠবিড়ালী চলচ্চিত্রের নির্মাতা নিয়ামুল মুক্তা (চলচ্চিত্রকার), সফিুকল ইসলাম ঝিনুক (গীতি কবিতায়), মোহাম্মদ শাহজাহান (কবিতায়), বাপ্পি সাহা (কবিয়াল সংগঠক), অধ্যাপক ড. নাঈমা খানম (কবিতায়) ও গৌরী সর্ব্ববিদ্যা (কবিতায়), শাহিদা ইসলাম (কবিতায়), হোসনেয়ারা বেগম (কবিতায়) গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
সমতটের কাগজ-এর চতুর্থ বর্ষপূর্তির আলোচনায় প্রধান অতিথি বিচারপতি এস.এম মজিবুর রহমান বলেন, আমাদের নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তরুণ প্রজন্মকে মননশীল প্রতিটি পরিবার থেকেই পদক্ষেপ নিতে হবে। আমাদের আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎত। কুমিল্লা থেকে সৃজনশীল মানুষ জামাল উদ্দিন দামাল তার সম্পাদিত সমতটের কাগজ-এর মাধ্যমে সারাদেশে সৃজনশীল মানুষগুলিকে নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। চমৎকার কাজ করে চলেছেন। আমাদের উচিত এমন সৃজনশীল কাজে যারা নিবেদিত তাদের সুন্দর কাজে পাশে থাকা। তাহলে আগামীতে সমতটের কাগজ আরও সুন্দর কাজ দেশ-জাতিকে উপহার দিতে পারবে।

সংবাদ প্রকাশঃ  ২৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email