আবেদনের সঙ্গে সঙ্গেই পল্লী বিদ্যুতের মিটার পেলেন ৯১ গ্রাহক

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবেদনের সঙ্গে সঙ্গেই পল্লী বিদ্যুতের মিটার পেলেন ৯১ গ্রাহক। বুধবার (১১ আগষ্ট) উপজেলার গোপালদী পল্লী বিদ্যুত অফিস বিশনন্দী এলাকায় এই স্পট মিটারিং এর আয়োজন করেন। এই সময় উপস্থিত ছিলেন, গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো: আসাদুজ্জামান । অনুষ্ঠানে ৯১ জন গ্রাহক আবেদন করার সাথেই তার বাড়িতে গিয়ে মিটার দিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো: আসাদুজ্জামান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের লক্ষে গ্রামীন জীবন মান উন্নয়নের প্রধানমন্ত্রীর কালজয়ী উদ্যেগে ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচীর আওতায় গোপালদী জোনাল অফিসের উদ্যেগে বিশনন্দী ইউনিয়নে আলোর ফেরিওয়ালা স্পট মিটারিং কাযক্রম গ্রহণ করা হয়। এতে আবেদনের সঙ্গে সঙ্গে ৭৭টি আবাসিক ও ১৪টি বানিজ্যক মিটারের সংযোগ দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন, জুনিয়র ইঞ্জিনিয়ার সুলতান আলী ও ওয়ারিং পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ