অর্ধশত বছর ইমামতির পরিসমাপ্তি মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের রাজসিক বিদায় সংবর্ধনা

সিটিভি নিউজ।।     ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রব (৭০) কে রাজসিক বিদায় সংবর্ধনার আয়োজন করেছে মসজিদ পরিচালনা কমিটি। এলাকার সম্মিলিত মুসুল্লিরা এ আয়োজনে অংশ নেন। এ সংবর্ধনার মাধ্যমে একজন ইমামের প্রায় অর্ধশত বছর ইমামতির পরিসমাপ্তি হলো। ১৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম। প্রতিকুল আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসুল্লি এ সংবর্ধনায় সমবেত হন। অশ্রæশিক্ত নয়নে প্রিয় ইমামকে বিদায় জানান মুসুল্লিরা।
                       এলাকাবাসী জানান, মনোহরগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ অর্ধশত বছর ইমামতি করার পর অবসর গ্রহণ করেন তিনি। তাছাড়া উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন তিনি। দলমত নির্বিশেষে তিনি এলাকায় একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার বাড়ি উপজেলার মৈশাতুয়া ইউপির ডুমুরিয়া গ্রামে। একজন ইমামের প্রতি শ্রদ্ধা, সম্মান জানাতে মনোহরগঞ্জ বাজারস্থ বিভিন্ন সড়কে করা হয়েছে তোরণ নির্মান, মসজিদ ও বাজার এলাকায় আলোকসজ্জাসহ মুসুল্লিদের উদ্যোগে করা হয়েছে নানা আয়োজন। বাজার ব্যবসায়ীরাও ওনাকে সংবর্ধনা জানাতে নানা উদ্যোগ গ্রহন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেষ্ট, প্রায় ৫ লক্ষাধিক নগদ টাকাসহ নানা উপহার তুলে দেয়া হয় তাকে। এ সময় মুসুল্লীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ উপলক্ষে আশপাশের এলাকার মসজিদের অন্ততঃ ৩০ জন ইমামকে বিদায়ী ইমামের পক্ষ থেকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা উপহার। তারা প্রিয় ইমামকে বাড়ি পৌঁছে দিয়েছেন সুসজ্জিত ঘোড়ার গাড়ি দিয়ে। এমন সংবর্ধনা পেয়ে খুশি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রব। তিনি মসজিদ কমিটি, বাজার ব্যবসায়ী, শিক্ষার্থী, মুসুল্লীসহ সকল শুভাকাংঙ্খীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।সংবাদ প্রকাশঃ ১৮১১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ