অপরাধ দমনে ব্রাহ্মণপাড়াবাসীর আন্তরিক সহযোগিতা কামনা – ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =====কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মাহমুদুল হাসান রুবেল। গত ২৬ সেপ্টেম্বর দায়িত্বভার বুঝে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেন। রংপুর জেলা সদরে জন্মগ্রহন ও বেড়ে ওঠা শেখ মাহমুদুল হাসান রুবেল ২০০৬ সালে পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। পরে তিনি কুমিল্লার মুরাদ নগর ও বাঙ্গরা বাজার থানাসহ বিভিন্ন থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে তিনি একই জেলার লালমাই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট (নাজিরা বাজার) পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ব্রাহ্মণপাড়া থানায় তাঁর প্রথম কর্মস্থল। ব্রাহ্মণপাড়া থানা এলাকায় মাদক কারবার ও চোরাচালান রোধে সর্বোচ্চ গুরুত্ব দেবেন জানিয়ে তিনি বলেন, “মাদক ব্যবসায়ী ও এর সাথে সংশ্লিষ্টতা যাদের রয়েছে তারা হয় মাদক ছেড়ে সঠিক পথে আসুক, অন্যথায় ব্রাহ্মণপাড়া থানা এলাকা ত্যাগ করুক। মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনা অনুযায়ী, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। মাদক কারবারিদের বিষয়ে কোন ছাড় নয়।” এছাড়া ইভটিজিং চুরি ডাকাতি সহ সামাজিক অপরাধের বিরুদ্ধে বিট পুলিশিং কার্যক্রমকে আরো জোরদার করাতে পদক্ষেপ নেয়ার বিষয়েও মত প্রকাশ করেন। নবাগত ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ সকল অপরাধ দমনে উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেন।  সংবাদ প্রকাশঃ  ০৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ