সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। মো.তপন সরকার: সংবাদদাতা জানান ===
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের ত্রিবেনী সংগম সাধক মহাপুরুষ তৎকালীন ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট অলি পীর হযরত জোহর আলী মুন্সী শাহান শাহের সহধর্মিনী জোবেদা খাতুন এর স্মরণে ৮৭ তম বাৎসরিক পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে।
এউপলক্ষে গতকাল দিন রাত ব্যাপী দরবার শরীফে দূরদূরান্ত থেকে আশা ভক্ত-আশেকানদের আনাগোনায় মুখরিত হয়েছে মাজার শরীফ। এছাড়াও এখানকার মানুষের স্বতস্ফূর্ততা প্রতিবছর বাংলা ফাল্গুন মাসের ১০ ও ফেব্রুয়ারি ২৩ তারিখে দিনরাত ব্যাপী হযরত বাবা জোহর আলী মুন্সির সহধর্মিনীর ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হয় মাজারে গিলাফ চড়ানো। এরপর মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং মাজারের চারপাশে ছিল লাইটিংয়ের আলোকসজ্জা।
এই ওরশ মোবারক কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও মাজার জুড়ে বসেছিল নানান রকমের দোকানপাট ও রাতে ছিল বাউল গানের আসর রাত্রদিনব্যাপী আসরে গান পরিবেশন করে দুই বিখ্যাত বাউল শিল্পী রফিক সরকার বনাম তাসলিমা সরকার তা দুজনের পাল্টাপাল্টি গানের আসরে ছিল রাতভর বাউল গানের দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়।
ওস্তাদ পরিবারের উত্তরসূরি ও দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পীরজাদা এস.এম.শ্যাম রাজটিকা’র সার্বিক সহযোগিতায় প্রতিবছরই এ আয়োজনে হয়ে থাকে। এই ওরস কে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া দেশের ৩৬ টা স্থানে হযরত জোহর আলী মুন্সী শাহান শাহের ও তার সহধর্মিণী জুবেদা খাতুন এর বাৎসরিক পবিত্র ওরস মোবারক পালিত হয়ে থাকে।সংবাদ প্রকাশঃ ২৪-০২-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=