সুস্থ হয়ে কাজে ফিরছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান : নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জন স্বাস্থ্যকর্মী সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

শনিবার (২০ জুন) দুপুরে এ প্রতিবেদককে এই তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।

আক্রান্তদের মধ্যে ছিলেন, চারজন ডাক্তার, দুইজন নার্স ও ১০ জন স্বাস্থ্যকর্মী। এরা সবাই আইসোলেশনে থেকে সুস্থ হয়ে এখন কাজে ফিরেছেন। নিয়মিত দায়িত্ব পালনও করছেন এরা।

ডা. আসাদুজ্জামান জানান, আমাদের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে এখন পর্যন্ত ১৬ জন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এখন সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আপাতত আমাদের এখানে আক্রান্ত কোনো স্বাস্থ্যকর্মী নেই। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সবাই করোনামুক্ত।

এ হাসপাতালে ৩৪ জন ডাক্তার, ১০৭ জন নার্স ও ৩০ জন স্টাফসহ মোট ১৭১ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ২০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email