সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান : নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জন স্বাস্থ্যকর্মী সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
শনিবার (২০ জুন) দুপুরে এ প্রতিবেদককে এই তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।
আক্রান্তদের মধ্যে ছিলেন, চারজন ডাক্তার, দুইজন নার্স ও ১০ জন স্বাস্থ্যকর্মী। এরা সবাই আইসোলেশনে থেকে সুস্থ হয়ে এখন কাজে ফিরেছেন। নিয়মিত দায়িত্ব পালনও করছেন এরা।
ডা. আসাদুজ্জামান জানান, আমাদের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে এখন পর্যন্ত ১৬ জন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এখন সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আপাতত আমাদের এখানে আক্রান্ত কোনো স্বাস্থ্যকর্মী নেই। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সবাই করোনামুক্ত।
এ হাসপাতালে ৩৪ জন ডাক্তার, ১০৭ জন নার্স ও ৩০ জন স্টাফসহ মোট ১৭১ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।
সংবাদ প্রকাশঃ ২০–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=