সিটিভি নিউজ।। আনোয়ারুল ইসলাম সংবাদদাতা জানান ===
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও কুমিল্লা সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় ভিডিও কনফারেন্সে সাবেক মন্ত্রী আবদুর মতিন খসরু এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বন বিভাগের মাধ্যমে বিতরণ ও রোপন করার উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরই আওতায় ব্রাহ্মণপাড়া উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান, মুজিববর্ষে রোপণের জন্য এক কোটি চারার মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং অবশিষ্ট ৫০ ভাগ বনজ, ঔষধি ও শোভা বর্ধণকারী গাছ। এসময় কোনো বিদেশী গাছ না লাগানোর আহবান জানান তিনি।
বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছালোয়ার খান, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, উপজেলা বন বিভাগ কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহম্মেদ সবুজ, যুবলীগ নেতা নবীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান শরীফ, উপজেলা বন বিভাগের জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ আহম্মেদ প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ১৬–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=