সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : র্যাব-১১ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে জেলার রূপগঞ্জ থানার রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী অটো টায়ার ফ্যাক্টরীর বিপরীত পার্শ্বে কাচঁপুর-সিলেটগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে অভিযান চালায়। উক্ত অভিযানে ৫১ কেজি গাঁজা ও ৩৮৮ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শাহ আলম @ মুন্না (২৬) সাহাবুদ্দিন (২৪) মোঃ রুবেল (২৭)
বৃহস্পতিবার বিকাল ৫টায় র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত শাহ আলম @ মুন্না (২৬) সাহাবুদ্দিন (২৪) ও মোঃ রুবেল (২৭) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্মবেশ ধারন করে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হযেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, র্যাব মাদক মামলার তিন আসামীকে থানায় হস্তান্তর করেছে। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত করবে র্যাব।
সংবাদ প্রকাশঃ ১৪–০৯–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=