সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৮৭ জনে। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছে ৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। সুস্থ হয়েছে ২১৯ জন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ।
উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে আসা রিপোর্টে গত ২৩ জুন গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৪০ জনের পাঠানো নমুনার মধ্যে ৫ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৯৮৭ জন। মোট ৪৫৬৭টি নমুনা পরিক্ষা করে ৯৮৭ জনের শরীরে কোভিট-১৯ এর ভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ ২১ জুন সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার টেক্সটাইল ব্যবসায়ী আব্দুল হান্নান ভূইয়ার স্ত্রী মনোয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। এনিয়ে উপজেলা মৃতের সংখ্যা ৯ জন।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১০ জন। উপজেলায় মোট সুস্থ্য রোগীর সংখ্যা ২১৯ জন। নতুন আক্রান্তদের তাদের আক্রান্তের বিষয়টি মোবাইলের মাধ্যমে জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করা হবে বলেও জানান আবাসিক মেডিক্যাল অফিসার।
সংবাদ প্রকাশঃ ২৫–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=