রাণীশংকৈলে উদ্বোধন হলো মাসব্যাপি মুক্তা সুপার মার্কেট 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।      সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে সোমবার (২৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচ টায় মাসব্যাপি মুক্তা সুপার মার্কেটের উদ্বোধন করা হয়। সাবেক এমপি  ও জেলা আ.লীগ সহ- সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা  আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা এ মার্কেটের উদ্বোধন করেন।

এ সময় মুক্তা সিনেমার স্বত্তাধিকারী ও মার্কেটের পৃষ্ঠপোষক এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তারুল আলম মুক্তা ও তার স্ত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ.লী যুগ্ন সাধারণ সম্পাদক, গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠিনক সম্পাদক রেজাউল করিম, আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান মতি, কাউন্সিলর ইসাহাক আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আর্থান আলী, প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক প্রেসক্লাব সভাপতি কুসমত আলী, সিনিয়র সাংবাদিক একে আজাদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচাছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মি এবং  সাংবাদিকরাসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এ মার্কেটে  ১৬ টি স্টলে বিভিন্ন প্রকার পণ্য রাখা হয়েছে।

সংবাদ প্রকাশঃ ২৮০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email