সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লা সংবাদদাতা জানান ==
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি সেনানিবাস
এলাকায় শনিবার সকালে একদল সন্ত্রাসী পায়রা পরিবহনের একটি
যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাংচুরসহ চালক, কন্ডাক্টর,হেলপারকে
মারধোর করে। বাসের জানালার গ্লাস ভেঙ্গে এসময় ৭/৮ জন যাত্রীও আহত
হয়েছে।
ক্ষতিগ্রস্থ বাসের মালিক ও স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লার
শাসনগাছা আন্তজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিনের মতো
দাউদকান্দির নৈয়ার ভায়া গৌরীপুরগামী পায়রা পরিবহনের একটি বাস
যাত্রা করে। বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি
সেনানিবাস এলাকায় ফুটওভার ব্রীজের কাছে পৌঁছলে যাত্রীদের
সংকেত পেয়ে চালক গাড়িটির যাত্রাবিরতি করে। এসময় মহাসড়কের উপর
গড়ে উঠা মারুতি নামের ছোট মাইক্রোবাস ষ্ট্যান্ড এর লাইনম্যান
পলাশের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলা চালায় বাসটিতে। তারা
বাসের ৩টি জানালা ভাঙ্গচুরসহ বাসের চালক মোঃ লাকি কন্ডাক্টর
ইউনুস মিয়া ও হেলপারকে শুভকে প্রহার করে। ভাংচুরের সময় ৪/৫ জন যাত্রী
ভাঙ্গা কাঁচের আঘাতে আহত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক কান্টনমেন্ট
বোর্ডের প্রধান নির্বাহীকে মোবাইল ফোনে জানালে তিনি
ময়নামতি হাইওয়ে থানাকে অবহিত করার আশ্বাস দেন। এদিকে ঘটনার
খবর পেয়ে সাথে সাথে সেখানে হাইওয়ে থানা পুলিশ সহ সেনা
গোয়েন্দা ইউনিটের সদস্যরা উপস্থিত হয়। এব্যাপারে গাড়ির মালিক
মোঃ সুমন মিয়া বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ প্রকাশঃ ১৯–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=