সিটিভি নিউজ।। শীতকাল পড়তেই চুলে খুশকির সমস্যা বাড়ে অনেকের। সারা বছর না থাকলেও এই সময়ে খুশকি হয়। তাঁরা বাড়িতে লেবুর রস এভাবে ব্যবহার করে দেখতে পারেন। শীতকাল এলেই চুলের নানা সমস্যা শুরু হয়ে যায়। কারও কারও অতিরিক্ত চুল পড়তে থাকে। কারও মাথায় খুশকির সমস্যা অনেকটাই বাড়ে। শীতকালে এই খুশকির সমস্যা সবার মধ্য়েই দেখা যায়। মাথায় হাত দিলেই খুশকি ঝরে পড়ে। খুশকি বাড়তে থাকলে চুলের অন্যান্য সমস্যাও দেখা দেয়। শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে থাকায় তার প্রভাব পড়ে স্ক্যাল্পেও। স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুশকি হতে পারে। এছাড়া অন্যান্য কারণেও খুশকি হয়।
খুশকি কমানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু। অনেকেই ঘরোয়া টোটকায় ভরসা করতে চান। লেবুর রস ব্যবহার করে খুশকি কমানোর পদ্ধতি বেশ জনপ্রিয়। ঘরে বসেই লেবুর রস ব্যবহার করে খুশকি দূর করতে পারেন আপনি। প্রথমেই জেনে নিন খুশকি কেন হয়। খুশকির জন্য কোন কোন কারণ দায়ী
খুশকির জন্য কোন কোন কারণ দায়ীস্ক্যাল্প অপরিষ্কার
থাকলে খুশকি বাড়ে। এই কথা বলে থাকেন চিকিৎসকদের একাংশ। তাই স্ক্যাল্প পরিষ্কার রাখা দরকার। নিয়মিত শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন। সপ্তাহে অন্তত ৩ দিন মাইল্ড শ্য়াম্পু ব্যবহার করে হেয়ার ওয়াশ করতেই হবে আপনাকে।
কোন হেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন? সেদিকেও লক্ষ্য রাখতে হবে আপনাকে। অনেক সময় সব হেয়ার প্রোডাক্ট আমাদের ত্বকে স্য়ুট করে না। কোনও কোনও হেয়ার প্রোডাক্টে অনেকেই অ্যালার্জিক হয়ে থাকেন। অ্যালার্জিক হওয়ার কারণে, স্ক্যাল্পে নানা সমস্যাই দেখা দেয়। খুশকিও হতে পারে।
হতে পারে এই কারণেও
শীতকালে ত্বক অত্যন্ত রুক্ষ হয়ে ওঠে। বাতাসে আর্দ্রতা কম থাকায়
স্ক্যাল্পও রুক্ষ ও শুষ্ক হয়। সেই সময়ে খুশকির সমস্যা বাড়ে। শীতে খুশকি হওয়ার অন্যতম কারণ এটি।
কোনও ফাঙ্গাল ইনফেকশন হলে খুশকি হতে পারে। এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নাহলে এই সমস্যা বাড়বে। সেই ক্ষেত্রে তার উপসর্গ অন্যরকম হবে। স্ক্যাল্পে রক্তপাতও হতে পারে। এরকম উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্ক্যাল্পে খুশকি হলে লেবুর রসের ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন আপনি।
লেবু কেন ব্যবহার করবেন? লেবুর রস এবং অ্যালোভেরা আপনার প্রয়োজন ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল। ২ টেবিলচামচ লেবুর রস।
সংবাদ প্রকাশঃ ২৯–১২–২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=