সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ সংবাদদাতা জানান ===কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ বাজার সি এনজি স্ট্যান্ড মা- মনি ও জেনারেল হাাসপাতাল প্রাঃ মিলনায়তন হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ প্রীতমাআচার্য্য গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব, মা ও শিশ রোগের চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার , মোঃ আনোয়ার হোসেন অর্থ পরিচালক হাসনাবাদ মা -মনি ও জেনারেল হাসপাতাল,মোঃ সাইফুল ইসলাম সহ সভাপতি হাসনাবাদ ইউনিয়ন যুব লীগ, আবদুল্লাহ আল মামুন সভাপতি হাসনাবাদ ইউনিয়ন ছাএ লীগ, মোঃ নাসির উদ্দিন সহ কারী পরিচালক হাসনাবাদ মা -মনি ও জেনারেল হাসপাতাল । অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নাসিম মাহমুদ প্রভাষক বাংলা বিভাগ হীরাপুর স্কুল এন্ড কলেজ, সাধারণ সম্পাদক ইউনিয়ন পূর্ব যুবলীগ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিমউদ্দিন(লিটন)চেয়ারম্যান হাসনাবাদ মা- মনি ও জেনারেল হাসপাতাল । হাসপালের সার্ভিস সমূহ জরুরী বিভাগ, অক্সিজেন, ভ্যাক্সিনেশন,অ্যাম্বুলেন্স সার্ভিস, আইসিইউ ,পালসঅক্সিমিটার,মেডিকেল চেক আপ,ইনডোরসার্ভিস, ইলিজ্য,এনালাইজার,বেবিইনকিউবে টর, ই,সি,জি,আলট্রাসনোগ্রাফি, সিটিজি, ইকো, ডিজিটাল এক্স-রে, ডেলিভারী, ই টি টি,।সংবাদ প্রকাশঃ ১১–০৪–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=