মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসানের পদোন্নতি হওয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

 সিটিভি নিউজ ।।    মোঃ হুমায়ুন কবির মানিক সংবাদদাতা জানান ===
মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হওয়ায় মনোহরগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে সোমবার শুভেচ্ছা ও মতবিনিময় করেন। গত ১৩ সেপ্টেম্বর তিনি এ পদোন্নতি পান। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, আবুল কালাম আজাদ, আবদুল বাকী মিলন, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, সদস্য আলমগীর হোসেন, সাংবাদিক শাহাদাৎ হোসেন, আমানত উল্লাহ লিঙ্কন, বেলায়েত হোসেন ইকবাল, কুদরত উল্লাহ, আবুল কালাম, মাসুদ আলম, সাইফুল ইসলাম শিমুল, সাকিব প্রমুখ। এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান বলেন, আমি মনোহরগঞ্জ উপজেলায় ২২তম সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করার পর থেকে আপনাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আইনের ব্যত্যয় ঘটবে এমন কোন কাজ ও সিদ্ধান্ত আমি গ্রহণ করিনি। আজকের এই সফলতা আমার সামগ্রীক কাজের ফসল হিসেবে মনে করি। মনোহরগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আপনি এনামুল হাসান সহকারী কমিশনার (ভূমি) মনোহরগঞ্জে দায়িত্ব নেওয়ার পর, আপনার আন্তরিকতা ও সেবার মান্নোয়নের ফলে মানুষ কাঙ্খিত সেবা পেয়ে আসছে। অতীতের সকল অনিয়মকে দূর করে, ঘুষ ও উপঢৌকন মুক্ত সেবা নিশ্চিত করেছেন। আগামীদিনেও আপনার কাছে আমাদের চাওয়া থাকবে আপনি সততার সাথে রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে যত্মবান থাকবেন। পরে উভয়ের মাঝে উপজেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় শেষে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় মনোহরগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ প্রকাশঃ ২০০৯২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email