সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং প্রতিনিধি==========বুড়িচং দক্ষিণা কালী বাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও হালিমা খাতুন কুমিল্লার বুড়িচং উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী
বাড়িতে গতকাল পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বুড়িচংউপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন সহ
জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় সহকারিকমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ বুড়িচং উপজেলা শাখার সভাপতিশ্রী বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, শ্রী শ্রী দক্ষিণা কালী
বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী সমর মিত্র,পূজা মণ্ডপের উপদেষ্টা শম্ভু রঞ্জন চৌধুরী, পূজাকমিটির সভাপতি শ্রী স্বপন কর্মকার, উপদেষ্টাযথাক্রমে সমীর দেব, শ্রী নিবাস চন্দ্র শীল, নারায়ন চন্দ্র শীল, নারায়ন সূত্রধর, স্বেচ্ছাসেবক কমিটিরসভাপতি শ্রী শুভ মিত্র, সাধারণ সম্পাদক সৌরভভট্টাচার্য্য, পূজা কমিটির উপদেষ্ট টিমন মিত্র, সাবেক সভাপতি ৩ নং বুড়িচং ইউনিয়ন শাখা মো.জাহাঙ্গীর আলম, পূজা কমিটির উপদেষ্টা যথাক্রমে অলক চন্দ্র দাস, শ্রী দীনবন্ধু কর্মকার, জগবন্ধু কর্মকার, শ্রী দীপক কর্মকার, বুড়িচং উপজেলা
আওয়ামীলীগের সদস্য আ: কুদ্দুছ, পূজা কমিটির সদস্য শ্রী সন্তোষ দাস ও শ্রী রিপন দাসসহ হিন্দু
সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া, আগানগর পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ
পরিদর্শন করেন।
ক্যাপশন:
বুড়িচং দক্ষিণা কালী বাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও হালিমা খাতুন।
সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=