সিটিভি নিউজ।। আলমগীর হোসেন সংবাদদাতা জানান =====
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মারুফ রহমান জানান। বুড়িচং থানার এসআই আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্স এবং গ্রাম পুলিশের সহযোগিতায় গতকাল ২০ সেপ্টেম্বর বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর নোয়াপাড়ায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে রাতের অন্ধকার ধান ক্ষেতের উপর দিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়া অবস্থায় কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন(৩২) কে গ্রেফতার করা হয়।৷ সে বুড়িচং উপজেলার আনন্দপুর নোয়াপাড়া এলাকার পিতা-মুসলেম মিয়া,মাতা-পারভিন আক্তার এর সন্তান। তার রিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৫(পাঁচ)টি মাদক মামলা রয়েছে। বুড়িচং থানার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন এবং চোরাচালান ও মাদক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে পুলিশের এ ভুমিকা অব্যাহত থাকবে।=======বুড়িচং থানা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থানে ৫ মামলার পলাতক আসামী গ্রেফতার । ছবি: বুড়িচং প্রতিনিধি।
সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=