সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।। বৃহস্পতিবার করোনা সংক্রমণের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে এতে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকার ৮ জন লোকের ফলাফলে অাক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু জানান যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ কৃত পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল এসেছে বৃহস্পতিবার দুপুরে। এতে নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে ৮ জন লোক করোনা ভাইরাস সংক্রমণে অাক্রান্ত হয়েছে। অাক্রান্তরা হল উপজেলার ষোলনল ইউনিয়ন এর ইছাপুরা গ্রামের অাইফলের নেছা, বুড়িচং সদর ইউনিয়ন এর পূর্নমতি গ্রামের অালেয়া বেগম, বাকশীমুল ইউনিয়ন এর পাহাড়পুর গ্রামের অনিল চন্দ্র সূত্রধর, রাজাপুর ইউনিয়ন এর দক্ষিণ গ্রাম গ্রামের সফিকুল ইসলাম , বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চাকুরী জীবির স্বামী মহানগরীর রেইস কোর্সে বসবাস কারী মোঃ ওমর ফারুক , ময়নামতি ইউনিয়ন এর মইনপুর গ্রামের সোহাগ চন্দ্র সূত্রধর, ময়নামতি জেনারেল হাসপাতালের চাকুরী জীবি রফিকুল ইসলাম এবং মোকাম ইউনিয়ন এর নিমসার গ্রামের গৌতম ভৌমিক প্রমুখ।
অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু অারো জানান বিগত সময করোনা সংক্রমণে যারা অাক্রান্ত হয়ে ফলাফল পজেটিভ এসেছে এরমধ্যে বৃহস্পতিবার তারা ৯ জনের ফলাফল এসেছে নেগেটিভ। ৯ জন সুস্থ হয়েছেন। অাশা করা যায দিন দিন মানুষ অারো সুস্থ হয়ে উঠবে যদি তারা স্বাস্থ্য বিধি মেনে চলে। বাঁচতে হলে নিয়ম নীতিমালা মেনে চলতে হবে।
সংবাদ প্রকাশঃ ২৫–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=