সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করায় তথ্যপ্রযুক্তি আইনে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ জুন রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় নিজ ব্যবসায়ীক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঐ ব্যক্তির নাম আমির হোসেন পাটোয়ারী। সে ঐ এলাকার মোহম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, প্রধানমন্ত্রীকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণার মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করায় তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় সে পলাতক ছিল।
সংবাদ প্রকাশঃ ২৯–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=