প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন   ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ========
প্রধানমন্ত্রী ফেলোশিপ (পিএমএফ) পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এ বারের ১০ জন পিএইচডি গবেষকের মধ্যে ইউএনও সোহেল রানা একজন। গতকাল রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে আনুষ্ঠানিকভাবে এ ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জিআইইউ’র মহাপরিচালক অধ্যাপক মো. আবদুল লতিফ।
জানা গেছে, এই বৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে আগে নিজ যোগ্যতায় বিশ্বের ১শ’ র‌্যাংকিংয়ের মধ্যে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভন্যান্স ইনোভেশান ইউনিট (জিআইইউ)-এর আওতায় এই বৃত্তির জন্যে আবেদন করতে হয়।
প্রধানমন্ত্রীর বৃত্তি পাওয়া ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা অষ্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাশ ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়ন করতে এ বছরের শেষে দিকে তিনি অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবেন।

ক্যাপশনঃ- গতকাল রোববার (৯ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র তার হাতে থেকে আনুষ্ঠানিকভাবে ফেলোশিপ অ্যাওয়ার্ড গ্রাহন করেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।সংবাদ প্রকাশঃ ০৯০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email