সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।।== প্রকাশিত হলো সময়ের আলোচিত শিল্পী, মামুন সরকারের র্যাপ স্টাইলের গান প্রেমের পরিস্থিতি ” গানের মিউজিক ভিডিও। আসছে ভালোবাসা দিবস কে সামনে রেখে গানটির ভিডিও পোস্ট করেছে তার নিজস্ব ফেইসবুক পেইজ Mamun sarkar থেকে ”। মামুন জানান- যুগ চলছে এখন মিউজিক ভিডিওর। তাই পরিকল্পিতভাবেই মিউজিক ভিডিওটি মুক্তি দিলাম। এছাড়া গানটি দর্শক-শ্রোতাদের বেশ আনন্দ ও বিনোদেন দিবে বলে আমি আশাবাদী । এই গানটিতে বর্তমান সময়ের কিছু বাস্তব কথা তুলে ধরা হয়েছে। গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মামুন নিজেই । গানের কথা ও সুর করেছেন মামুন সরকার। প্রেমের পরিস্থিতি বাইচা থাকতে মইরা গেছি, ডাকি তোরে ময়না টিয়া রাখবো তোর মন কি দিয়া, আদর কইরা কাছে নিয়া ভুইলা যাছ বাড়িতে যাইয়া,প্রেমের যেই পরিস্থিতি বাইচা থাকতে মইরা গেছি। মামুন সরকার আরোও জানান গানতো অনেক শুনেছেন বা শুনেন আমার এই গানটি আপনারা শুনবেন এবং কমেন্টে জানাবেন এবং মিউজিক ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এর আগে মামুন সরকারের মুর্শিদি গান আশেকের আয়না প্রকাশ হয় তার গানে বাস্তব কথা গুলো তুলে ধরার চেষ্টা করা হয়। আপনাদের দোয়া ও সাপোর্ট পেলে সামনের দিকে এগিয়ে যাবো। গানটি পতে ফলো করুন ফেইসবুক Mamun sarkarসংবাদ প্রকাশঃ ১২–০২–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=