সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান : সেন্ট্রি পোষ্টে দায়িত্বরত অবস্থায় মৃত্যু বরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারারক্ষি। সোমবার (২২ জুন) ভোর রাত পৌনে ৪টায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহে ——–রাজিউন) তবে, করোনা পরীক্ষার রির্পোট নেগেটিভ এসেছে। মৃত মো. খসরু মিয়া। কিশোরগঞ্জ জেলার মো. লুৎফর রহমানের ছেলে।
২০০৬ সালের ৩০ আগস্ট তিনি বাংলাদেশ জেলের কারারক্ষি পদে চাকুরীতে যোগদান করে ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। ৬ বছরের এক কন্যা সন্তান ও গর্ভবতী স্ত্রী রেখে গেছেন।
নারায়ণগঞ্জ জেলা সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, মো. খসরু মিয়া ১টা থেকে ৩টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে চেয়ারে বসে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে পড়লে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। চিকিৎসক ধারণা করছে, হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গত ২৭ তারিখে করোনা পরীক্ষা করা হলে তিনি নেগেটিভ এসেছিল।
এদিকে খসরু মিয়া মিয়ার মৃত্যুর পর কারাগার থেকে ধর্মীয় বিধি মোতাবেক জানাযা কার্যক্রম শেষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে তার বিধেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ প্রকাশঃ ২২–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=