নারায়ণগঞ্জে বাসায় আগুনে র‌্যাব সদস্যসহ এক নারী দগ্ধ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি বাসায় অগ্নিকা-ের ঘটনায় র‌্যাব সদস্য ও এক নারীসহ দুজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, র‌্যাব সদস্য অভিজিৎ সিং ও টুম্পা রানী দাস। জানা গেছে, অভিজিৎ র‌্যাব-১১ এর সদস্য। তবে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. জনি জানান, ছুটিতে থাকা অবস্থায় বুধবার (১৩ সেপ্টেম্বর) তার এক বান্ধবীকে নিয়ে নারায়ণগঞ্জ ভবানীগঞ্জ নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে ভোরের দিকে হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অভিজিৎ ও তার বান্ধবী টুম্পা রানী দগ্ধ হলে স্বজনরা প্রথমে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, অভিজিতের শরীরের ৯০ শতাংশ আর টুম্পার ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। অভিজিতকে আইসিইউ আর টুম্পাকে রাখা হয়েছে এইচডিইউ’তে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

সংবাদ প্রকাশঃ ১৪০৯২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email