নতুন আঙ্গিকে  কুমিল্লা ঝাউতলায় র‌্যাংগস ইলেকট্রনিক্স শোরুমের শুভ উদ্বোধন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    এমদাদুল হক সোহাগ  নিজস্ব প্রতিবেদক: জানান ====
সনি-র‌্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড কুমিল্লা নগরীর ঝাউতলাতে নতুন আঙ্গিকে র‌্যাংগস ইলেকট্রনিক্স শোরুম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছে।

২৫ফেব্রুয়ারি শনিবার দুপুরে আনন্দঘন পরিবেশে শোরুমটির শুভ উদ্বোধন করেন অতিথিরা। র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন মিসেস সাচিমি হোসেন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী যৌথভাবে কুমিল্লা শোরুম এর উদ্বোধন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি ও জনপ্রিয় টিভি সিরিজ অভিনেত্রী ফারিয়া শাহরিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী আ হ ম তাইফুর আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০০০ সালে কুমিল্লা শহরের এই ঝাউতলাতেই প্রথম সনি-র‌্যাংগস শোরুমের যাত্রা শুরু হয়। আজ, দীর্ঘ ২৩ বছর পরে নতুন আঙ্গিকে, আরো বড় পরিসরে প্রায় ১৮শত স্কয়ার ফুট আয়তনের বেশি জায়গা নিয়ে সনি-র‌্যাংগস শোরুমের উদ্বোধন হল। এই শোরুমটি কুমিল্লাতে অফিসিয়াল “সনি” ও “এলজি” পণ্যের সর্ববৃহৎ স্টোর। এখানে সনির আধুনিক প্রযুক্তির “BRAVIA XR” প্রসেসর সমৃদ্ধ Sony OLED টিভি, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও এক্সেসরিজ; Sony হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিসিয়াল LG OLED, 4K UHD, NanoCell TV; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; NeoChef মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার; ইয়ারবাডস। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Electrolux, Kelvinator, Rangs, Kenstar সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে কুমিল্লার এই র‌্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে ৭দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক পাওয়া যাবে।

এদিকে উদ্বোধন উপলক্ষে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত ৪০ বছর ধরে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।

সংবাদ প্রকাশঃ ২৫০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email