সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। হালিম সৈকত, কুমিল্লা।। ৩১ জুলাই ২০২০ খ্রি.
ঈদুল আযহার কোরবানি পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি। কোরবানী ঈদ উপলক্ষে কামারদের তৈরি লোহার বিভিন্ন পণ্যের বেশ কদর রয়েছে। বহু বছর আগে থেকেই সনাতন পদ্ধতিতে তারা তৈরি করে আসছেন দা, বঁটি, কোদাল, ছুরি, খোনতা, কুড়ালসহ বিভিন্ন সরঞ্জাম। আবার কেউ পুরনো দা, বটি, ছুরি নতুন করে ধার দেওয়ার জন্য ভীড় জমাচ্ছে কামারীদের দোকানে। তবে বিগত সময়ের তুলনায় এসব সরঞ্জামাদীর দাম অনেকটাই বেশি। করোনার কারণে কামারদের কাজ তুলনামূলক কম। তবে ঈদকে সামনে রেখে বেড়ে গেছে ব্যস্ততা। কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি বাজারে কথা হয় কামার মনোরঞ্জন ধরের সাথে। তিনি এই বাজারে প্রায় ৭ বছর যাবত আছেন। এটা তাদের জাত ব্যবসা। প্রায় ৪০ বছর তিনি এই শিল্পের সাথে তিনি জড়িত। একাই কাজ করেন, সহযোগী হিসেবে আছেন শুধুমাত্র তার স্ত্রী। এই পেশার সাথে যারা সংশ্লিষ্ট তারা অত্যন্ত পরিশ্রমী। এই শিল্পের সাথে জড়িত লোকদের দিকে নজর দেয়া প্রয়োজন বলে মনে করছেন সুধী মহল।
এই মুহূর্তে প্রণোদনার আওতায় আনা উচিত কামার শিল্পের সাথে জড়িত সকলকে।সংবাদ প্রকাশঃ ৩১–৭–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=