ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘন্টার পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ   ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘন্টার পর ৬ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার ৬ বছর বয়সী কন্যা শিশু জান্নাতি খাতুন। প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামের প্রায় সবখানে খোঁজাখুজির পর পাওয়া যায়না তাকে। রাত ৯ টার দিকে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। শিশু জান্নাতির হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথায় হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
আদরের একমাত্র কন্যাকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা স্বপ্না খাতুন। নাড়িছেড়া সন্তানের লাশের পাশে বসে কান্নায় ভেঙ্গে পড়েছেন তিনি। আর মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা খোকন ভূইয়া। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী স্বজন ও এলাকাবাসীর।

সংবাদ প্রকাশঃ ১২০৯২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email