সিটিভি নিউজ ।। মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি জানান ==
অতিরিক্ত বিআরটিসি বাস চলাকে কেন্দ্র করে পিরোজপুরের বাস শ্রমিকদের সাথে বিআরটিসি বাসের শ্রমিকদের হাতাহাতির জের ধরে ঝালকাঠি থেকে পশ্চিমাঞ্চলীয় ৮ রূটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, শনিবার সকালে পিরোজপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত বিআরটিসি বাস চলাচলকে কেন্দ্র করে স্থানীয় বিআরটিসির এজেন্ট ও বাস শ্রমিকদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে পশ্চিমাঞ্চলীয় বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন। #
সংবাদ প্রকাশঃ ১৪–২–২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=