সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। মো.নজরুল ইসলাম,ঝালকাঠি। ঝালকাঠি প্রতিনিধি:: স্বামী দ্বিতিয় বিবাহ করায় ঝালকাঠিতে গভীর রাতে হাত-পা বেঁধে স্বামীকে জবাই করে হত্যা করেছে স্ত্রী।
রবিবার রাত দুইটার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ হত্যার ঘটনা ঘটে। খবরপেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে হত্যাকারী স্ত্রীকে আটক করে। আটকের পর হত্যার বিস্তারিত স্বীকার করে স্ত্রী।
স্ত্রী সাফিয়া তার স্বীকারউক্তিতে জানান,গত ১৮ বছর আগে পুটিয়াখালি গ্রামের রবিউল তালুকদারের সাথে তার বিবাহ হয়। কিন্তু গত ২মাস আগে তার স্বামী দ্বিতিয় বিবাহ করে তাকে নির্যাতন করে আসছিলো। ১২ মার্চ রবিবার রাতে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে রাত দুইটার দিকে হাত-পা বেঁধে ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে। এ দম্পত্তির দুইটি পুত্র সন্তান রয়েছে। নিহত রবিউল তালুকদার পেশায় একজন অটোচালক।
নিহত রবিউল আউয়াল পুটিয়াখালী এলাকার আব্দুর রহমানের ছেলে ও সাফিয়া তালুকদার একই এলাকার নজরুল ইসলামের মেয়ে।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।হত্যাকারী স্ত্রী সাফিয়াকে আটক করা হয়েছে। আটক সাফিয়া বেগম আমাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে হত্যার দায় স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা রুজু করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।সংবাদ প্রকাশঃ ১৩–০৩–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=