সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।। মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠিঃ সংবাদদাতা জানান == ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদারকে কুপিয়ে হত্যা করায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতে মঙ্গলবার বিকেলে এই রায় দেন বিচারক মাসুদুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু এসব নিশ্চিত করেছেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন কাঁঠালিয়ার দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান এবং আবদুস সালাম জমাদ্দার। এর মধ্যে সরোয়ার মামলার শুরু থেকেই পলাতক রয়েছে।
চেঁচরী রামপুর ইউনিয়নের পীরখানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির গঠন নিয়ে সহকারী শিক্ষক শাহজাহান হাওলাদারের সঙ্গে আসামিদের দ্বন্দ্ব চলছিল। ২০০৭ সালের ১৭ মার্চ রাতে স্থানীয় জোড়াপোল বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কাঠালিয়া-কৈখালী সড়কে শাহজাহানকে কুপিয়ে হত্যা করে তারা।
পরদিন ওই ৩ জনকে আসামি করে মামলা করেন নিহতের বড় ভাই মানিক হাওলাদার।
কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন ও শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৬ জনের সাক্ষ্য শেষে এই রায় ঘোষণা দেয়।সংবাদ প্রকাশঃ ৩১-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=