ঝালকাঠিতে মেয়ের সাথে ঝগড়ার অজুহাতে ক্লাশ রুমে ঢুকে ৩য় শ্রেনীর শিক্ষার্থীসহ দুই জনকে মারধর

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:জানান ==     গাবখান-ধানসিড়ি সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে ডুকে ৩য় শ্রেনীর শিক্ষার্থী   মোঃ হোসেন মুন্সি নিরবকে (৯) কে মারধরের ঘটনা ঘটেছে।মেয়ে অহি’র সাথে ঝগড়ার অজুহাতে পিতা স্থানীয় বশির  তালুকদার পূর্ব শত্রুতার জের নিরবকে স্কুলের ক্লাশ রুম থেকে টেনে বের করে মারধর করে। বাড়ীতে ফিরে শিশু নিরব রাতে অসুস্থ   হয়ে পড়লে ২৮ মার্চ সোমবার তাকে ঝালকাঠি সদর জরুরী বিভাগে
চিকিৎসা প্রদান করা হয়েছে। সন্ধ্যায় নিরবের মা ডলি বেগম  বাদী হয়ে উক্ত বশির তালুকদারের (৪০) বিরুদ্ধে ঝালকাঠি বিরুদ্ধে   থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগে জানা গেছে, ২৭ মার্চ রবিবার স্থানীয় মিজানুর   রহমানের শিশু পুত্র মোঃ হোসেন মুন্সি নিরব শ্রেনী কক্ষে থাকলে   উত্তেজিত অবস্থায় স্থানীয় বশির তালুকদার ক্লাশ রুমে ডুকে।   ক্লাসে উপস্থিত শিক্ষিকা আফরোজা বেগম কারন জানতে চাইলেও  সে তার ভ্রুক্ষেপ   না করে নিরবকে কলার ধরে টেনে বাইরে এনে চর-   থাপ্পর মারতে থাকে। এরপর তাকেসহ ৫ম শ্রেনীতে ডুকে শিক্ষার্থী   ছানাউলকে পেয়ে তাকেও মারধর করে প্রধান শিক্ষকের রুমে ডুকে  তার মেয়ের সাথে ঝগড়ার বিচার  করতে বলে। প্রধান শিক্ষক তাকে  শান্ত করার চেষ্টা করলে তাদেরকেও হুমকি-ধূমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ
করে।   গাবখান-ধানসিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মো: আসাদুজ্জামান জানান, বশির তালুকদার নামে এক   অভিভাবক তার মেয়ে অহি’র সাথে ৫ম শ্রেনী ছানাউলের সাথে  ঝগড়া হলে আমরা তাদের  সমাধান করে দেই। কিন্তু তার মেয়েকে বেশী  মারছে অভিযোগে ক্ষিপ্ত হয়ে সে এই ঘটনা ঘটায়। পরে আমরা
৩শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে বৈঠকে বসলেও বশির তালুকদার অনুপোস্থিত থাকে। আমরা শিক্ষা হিসাবে এর বাইরে আর কি করতে  পারি বলে   মন্তব্য করেন।

সংবাদ প্রকাশঃ  ২৯-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email