সিটিভি নিউজ।। মো:নজরুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি জানান === :: ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ শহরের পশ্চিম ঝালকাঠি যুবউন্নয়নের সামনে অবৈধ একটি টোলঘর ভেঙে ফেলেছে। শনিবার সকাল ১১টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
শনিবার সকালে পুলিশ গাবখান সেতুর টোলপ্লাজায় গাড়ি থামিয়ে অতিরিক্ত টোল আদায় কিংবা চাঁদাবাজীর বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করে। এর আগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন যুবক মহাসড়ক দিয়ে ট্রাকসহ মালামালসহ যাতায়াতকারী সকল যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ উঠে। জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ সেই অবৈধ টোলঘরটি ভেঙে ফেলে।
এদিকে ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজী স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন গাড়ির চালক ও যাত্রীরা। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মো. ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসানসহ পুলিশ কর্মকর্মতারা ।
সংবাদ প্রকাশঃ ১৩–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=