সিটিভি নিউজ।। লাইফ স্টাইল।। স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা দরকার। ঘনিষ্ঠতার অভাব হলে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায় না। এই পরিস্থিতিতে ভাবার বিষয় হল, কেন স্ত্রী রোম্যান্সে আগ্রহ হারান? জানা যাক সেই উত্তর।
শারীরিক ঘনিষ্ঠতা একটা সম্পর্কের অপরিহার্য দিক। প্রতিটি মানুষকে অবশ্যই বিয়ের পর নিজের মতো করে শারীরিক ঘনিষ্ঠতা গড়়ে তুলতে হয়।
তবে অনেক সময়ই দেখা যায় যে একটা সময়ের পর স্ত্রী (Wife) শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাইছেন না (Lack of interest in intimacy)।
এটা অবশ্যই সমস্যার কারণ। তাই সতর্ক হয়ে যাওয়া হল জরুরি।
বিশেষজ্ঞদের মতে, বিয়ে হল জীবনের বিশেষ এক অধ্যায়। এই পর্যায়ে এসে সতর্ক হয়ে পা ফেলতে হয়। কারণ বহু ক্ষেত্রেই আপনি গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই জটিলতা এড়াতে নিজেকে সমঝে নিয়ে এগিয়ে যেতে হয়।
তবে মাথায় রাখতে হবে যে শারীরিকভাবে সক্রিয় থাকাটাও সম্পর্কের (Relationship) জন্য জরুরি। নিজেরা ঘনিষ্ঠ হতে পারলেই পরস্পরের মধ্যে বন্ডিং থাকে ভালো। এমনকী সম্পর্কের বন্ধন এগিয়ে যেতে থাকে। কিছু কিছু সময় তা আরও মজবুত হয়।
আর শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখার বিষয়টা কেবল কথার কথা নয়। বিজ্ঞানও বারবার বলছে সম্পর্কে ইন্টিমেসি জরুরি। তাই স্ত্রীর কাছে যাওয়া দরকার।
আপরদিকে ঘনিষ্ঠতার অভাব যে কোনও সম্পর্ককে নিস্তেজ করে দেয়। রোম্যান্স না হওয়ার অনেক কারণ থাকতে পারে। এমনই একটি কারণ অবশ্যই হল সঠিক রসায়নের অভাব।
এবার স্ত্রী বহু ক্ষেত্রেই হারান সম্পর্কে ঘনিষ্ঠতার চাহিদা (Lack of interest in intimacy)।
এবার এই রোম্যান্সের অভাব কেন হয়? আসুন জানা যাক।
১. নিজের জন্য সময় নেই আসলে সবই সময়ের খেলা। আপনি কার সঙ্গে ভালো থাকবেন, আর কার থেকে দূরে চলে যাবেন, এই বিষয়টা সময়ের উপর নির্ভর করে। আপনি তাই সময় নিয়ে ভাবতে শিখুন। কারণ সময় না দিলে স্ত্রী কেন, বন্ধুরাও ছেড়ে চলে যায়। তাই এই বিষয়টা মাথায় রাখতেই হবে।
২. একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার অনেকেই স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এবার দুর্ব্যবহার করলে যে কোনও মানুষ রেগে যাবেন। সেক্ষেত্রে দৃরত্ব তৈরি হয়ে যাওয়া সম্ভব। এই কারণে আপনাকে খারাপ ব্যবহার থেকে করা থেকে বিরত থাকতে হবে। এভাবেই আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অন্যথায় সমস্যা তৈরি হয়ে যায়।
৩. নিজেদের নিয়ে ভাবনা নেই নিজেরা ঠিক কেমন আছেন, এই নিয়ে অনেকেই ভাবেন না। এই ভাবনার অভাব তো যে কোনও সম্পর্ককে খারাপ করে দেয়। তাই নিজেদের ভাবনা ঠিক রাখার চেষ্টা করতেই হবে। কারণ আপনি স্ত্রীকে নিয়ে না ভাবলে তিনি নিজেকে আলাদা করে নেবেন। তখন ঘনিষ্ঠতা আর কোনওভাবেই সম্ভব নয়। এটা মাথায় রাখুন।
৪. একঘেয়ে জীবনযাপন চলছে চলবে ধরনের জীবন নিয়ে মানুষকে সতর্ক হয়ে যেতে হবে। আসলে একঘেয়ে লাইফ থেকে দূরে যাওয়া প্রয়োজন। তবেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারণ আপনি কি রোজ একই খাবার খান? আর খেলে একটা সময়ে তো তা ভালো লাগে না। তাই একঘেয়ে জীবনযাপন ছেড়ে স্ত্রীকে নিয়ে আনন্দে বাঁচুন।
৫. ঘর সামলানো মহিলারা অফিস করেন। তারপর বাড়ি এসে ঘরও সামলান। এই দুই কারণে জীবনে ঠিক থাকা হয়ে তাঁদের পক্ষে খুবই কঠিন। এবার ঘর সামলাতে গিয়ে তাঁরা সম্পর্কের গুরুত্ব হারিয়ে ফেলেন। এই কারণেই সমস্যা বাড়তে থাকে। তাই ঘর আপনাকেও সামলাতে হবে। তবেই স্ত্রী নিজেকে ফ্রি করতে পারবেন। এমনকী আপনাদের শারীরিক ঘনিষ্ঠতা বাড়তে থাকবে। তবে এরপরও সমস্যা থাকলে কিন্তু সমাধান খোঁজা দরকার। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিতেই পারেন। তবেই ভালো থাকবেন। কারণ এই সমস্যা যে আরও গভীরে গিয়ে অন্য কোনও জটিলতা তৈরি করতে পারে। সেটা আপনি ও পরিবারের জন্য ভালো নয়।
সংবাদ প্রকাশঃ ২৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=