সিটিভি নিউজ।। শিশু শিক্ষার অনুপম প্রতিষ্ঠান গ্লোবাল ইউনিক একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়। প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় গ্লোবাল ইউনিক একাডেমী প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একাডেমীর অধ্যক্ষ উত্তম বহ্নি সেনের সভাপতিত্বে আলোচনা ও বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা আবৃত্তি করে একাডেমীর শিশু শিক্ষার্থীরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপিকা মল্লিকা রাণী দে। শিশুদের মধ্যে আবৃত্তি করে রাজশ্রী গাঙ্গুলী, সাইদুর রহমান সিয়াম, শ্রীদেবী, বর্ণালী সাহা, অপসরি জামান, আপন দেবনাথ ও গোপাল সাহা।
পরে একাডেমীর নিজস্ব ব্যান্ড দলের পরিবেশনায় আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমীতে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষিকা সুরাইয়া খানম, তাহমিনা বৃষ্টি, আফরোজা আক্তার ও দীপা কর্মকার।
সংবাদ প্রকাশঃ ১৮–০৩–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=