সিটিভি নিউজ।। কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁন্দপুর,শুভপুর এলাকায় জেলার প্রধান প্রবাহমান নদী গোমতীর বেরি বাঁধ কেটে পাইপ বসিয়ে ড্রেজারে নদী থেকে বালু উত্তোলন করে পাচথুবি ইউনিয়নের চান্দপুর শুভপুর এলাকার স্থানীয় একটি জলাশয় ভরাট করার প্রস্তুতি নেওয়ার সময় বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড সেখানে অভিযান চালায়। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড মামলা করার প্রস্তুতি নিচ্ছে ।
স্থানীয় ও বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার প্রধান নদী গোমতীর পাড়ে আদর্শ সদর উপজেলার চাঁন্দপুর ও শুভপুর এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধের মাটি কেটে আওয়ামীলীগ,ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মি এবং একটি প্রভাবশালী চক্র স্থায়ীভাবে ড্রেজার বসিয়ে নদীথেকে বালু উত্তোলনের জন্য লোহা ও প্লাষ্টিকের পাইপ বসানোর প্রক্রিয়া সম্পন্ন করে। বিষয়টি স্থানীয়রা দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ জেলা প্রশাসনকে অবহিত করলে বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে গিয়ে বাঁধা দেয়। স্থানীয় একাধিক দায়িত্বশীল সুত্রে জানা যায়, নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করে সেই বালু দিয়ে চান্দপুর,শুভপুর এলাকায় বিশাল একটি জলাশয় ভরাট করার জন্য এই প্রস্তুতি ছিল।সুত্র আরো জানায়, ঘনবসতিপূর্ণ এই এলাকার জলাশয়টি ভরাট করলে এখানে স্থায়ী জলাবদ্ধতাসহ কমপক্ষে ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে এলাকার কেউ ভয়ে মুখ খুলছেনা। সুত্র জানায়, বাঁধটি কেটে পাইপ বসানোর কারণে এটি যেকোন সময় নদীর বেরিবাধটি ভেঙ্গে দেবে যাওয়ার সম্ভাবনাসহ বাঁধের উপর দিয়ে বিবিরবাজার স্থল বন্দরের সাথে নদীর তীর দিয়ে সরাসরি যোগাযোগের সড়কটিও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য হাবিব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ড্রেজারটির মালিক। নদীর বাঁধ কেটে পাইপ বসিয়ে ড্রেজারের বালু উত্তোলনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ঘটনা সত্য এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।সংবাদ প্রকাশঃ ১৫–১০–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=