সিটিভি নিউজ।। গণতন্ত্র চলে নির্বাচনের হাত ধরে। দেশে নির্বাচন বলতে কিছু নাই। কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপি নেতা নজরুল ইসলাম খান কুমিল্লা প্রতিনিধি ।। ১৮ মার্চ ২০২৩ গণতন্ত্র পুনরুদ্ধার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ সহ ১০দফা দাবিতে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লা মহানগর ও তারঁ অঙ্গসহযোগি সংগঠন। শনিবার বিকেল ৫টার দিকে নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপির প্রধান কার্য্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১০দফাদাবী আদায়ের লক্ষে মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর ও জেলার নেতৃবৃন্দরা। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র চলে নির্বাচনের হাত ধরে। বাংলাদেশে নির্বাচন বলতে কিছু নাই। ক্ষমতা পরিবর্তনের জন্য জনগণের দাবিকে উপেক্ষা করতে পারবে না সরকার। সাধারণ মানুষ জেগে উঠেছে কারণ তারা ক্ষমতার পরিবর্তন চায়। দ্যব্যমূল্যের উধ্বগতির সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন,যারা লুটপাট করে হারাম উপার্জন করে আজ বাংলাদেশ হয়ে গেছে তাদের বাড়ি। তিনি বলেন ‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুটপাট করা হচ্ছে দেশের সম্পদ ,পাচার করা হচ্ছে বিদেশে। । পরে এক বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সংবাদ প্রকাশঃ ১৮–০৩–২০২৩ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=
