সিটিভি নিউজ।। মনির হোসেন: সংবাদদাতা জানান ==== কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বিশেষ এক জরিপে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন তরুণ সমাজসেবক সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ।
এবার সিটি কর্পোরেশন ভোটারদের মধ্যে আবারো বিশেষস্থান দখল করেছেন নতুন ভোটাররা। ভোটের জয়-পরাজয়ে নতুন ভোটারদের থাকবে বিশাল ভূমিকা। নতুন এ ভোটাদের শতকরা ৯৯ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণদের ভোটের বেশির ভাগই পাওয়ার সম্ভাবনা রয়েছে তার, নির্বাচনী এলাকায় খোঁজখবর নিয়ে এমনটিই জানা গেছে।
নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত কয়েক দিন কুমিল্লা সিটি কর্পোরেশ কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান মাসুদকে নিয়ে আমজনতার তুমুল মহড়া শুরু হয়।
সোমবার (১৬ মে) দুপুর থেকে কুসিক ২নং ওয়ার্ড জুড়ে শুরু হয়েছে কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এর তুমুল মহড়া। নির্বাচনী মহড়ায় উপস্থিত ছিলেন ২নংওয়ার্ডের মাসুদুর রহমান মাসুদ এর শত শত নেতা-কর্মীরা।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লা ৬ অাসনের সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারে
মনোনিত প্রার্থী হিসেবে মাসুদুর রহমান মাসুদ অন্যতম। তাকে ২নং ওয়ার্ড এর বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। মাসুদুর রহমান মাসুদ প্রতি দল-মত-নির্বিশেষে অনেকেই উচ্ছ্বাসিত ও আগ্রহ দেখাচ্ছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক মাসুদুর রহমান মাসুদ গণমাধ্যমকর্মীদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছি, আবারো ওয়ার্ড কাউন্সির নির্বাচিত হলে এই সেবার হাত আরও প্রসারিত করবো এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো। -==
সংবাদ প্রকাশঃ ১৬-০৫-২০২২ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=