সিটিভি নিউজ।। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ১৯ জুন বৃহষ্পতিবার রাত ১২ টা থেকে ৩ জুলাই রাত ১২ টা পর্যন্ত কুমিল্লা মহানগরীর যে ৪ ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করা হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। ইতিমধ্যেই কুমিল্লা সিটি কর্পোরেশন ও স্থানীয় কাউন্সিলর বিভিন্ন এলাকায় বাঁশ ও বাঁশের বেড়ে ঢেউটিন দিয়ে মহল্লার গলিপথগুলো বন্ধ করে দিয়েছে। ও জেনেনিন এলাকাগুলোর তাদের সীমানা ……..
#৩নং_ওয়ার্ড: কালিয়াজুরী মৌজা রেইসকোর্স/ পুলিশ লাইন শাসনগাছা মৌজার (অংশ) ছোটরা মৌজার অংশে উত্তরে- ভাটপাড়া রাস্তা ও ভাটপাড়া মৌজার সীমানা, দক্ষিণে- ঢাকা চট্টগ্রাম ট্যাংক রোড, পূর্বে- শহীদ সামছুল হক রোড ও কালিয়াজুরী রোড এবং বিষ্ণপুর মৌজার সীমানা, পূর্বে- ধানমন্ডি রোড হয়ে শাসনগাছা ডাক বাংলো রোড।
#১০নং_ওয়ার্ড : ঝাউতলা (ছোটরা ও কান্দিরপাড় মৌজার অংশ) বাগিচাগাঁও (কান্দিরপাড় মৌজার অংশ)’র উত্তরে- ঢাকা-চট্টগ্রাম ট্যাংক রোড, দক্ষিণে- নজরুল এভিনিউ, মদিনা মসজিদ রোড হয়ে কান্দিরপাড় লেন। পূর্বে- শহীদ কবির উদ্দিন সড়ক ও লাকসাম রোড, পশ্চিমে- (বাগিচাগাঁও রাস্তা) লেঃ কর্ণেল মোস্তাক আহমদ সড়ক
#১২নং_ওয়ার্ড : উত্তর চর্থা মৌজা ও বজ্রপুর মৌজার অংশের উত্তররে- ঢাকা চট্টগ্রাম ট্যাংক রোড, দক্ষিণে-সার্কুলার রোড (কামাল উদ্দিন চৌধুরী ও হোচ্ছাম হায়দার চৌধুরী সড়ক), পূর্বে- সার্কুলার রোড (আশরাফ উদ্দিন চৌধুরী সড়ক) উত্তর চর্থা রোড, পশ্চিমে- রেজাশাহ বোগদাদী সড়ক হোচ্ছামিয়া হাই স্কুলের উত্তর দিকের রাস্তা হয়ে নানুয়া দীঘির পশ্চিম উত্তর কোণ হয়ে ইউসুফ স্কুল রোড রাজগঞ্জ চৌমুহনী।
#১৩নং_ওয়ার্ড : দক্ষিণ চর্থা’র উত্তরে- সার্কুলার রোড (কামাল উদ্দিন চৌধুরী ও হোচ্ছাম হায়দার চৌধুরী সড়ক, দক্ষিণে-ড. আখতার হামিদ খান রোড/ ইপিজেড রোড, পূর্বে- মুরাদপুর জিনার পুকুর পাড় হয়ে নওয়াব বাড়ী চৌমুহনী, পশ্চিমে- কুমিল্লা লাকসাম রোড। (ছবি ঃ আশিক এর সৌজন্যে)
সংবাদ প্রকাশঃ ১৯–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=